ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:০১ পিএম, ১২ আগস্ট ২০১৮

নির্বাচিত প্রতিনিধিরাই নির্বাচনকালীন সরকারে প্রতিনিধিত্ব করবেন, সেখানে বিএনপির প্রতিনিধি থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়োর সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ঝ্যাং জুয়োর সঙ্গে মতবিনিময়ের সময় আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমি তাকে (ঝ্যাং জুয়ো) বলেছি সকল দলের অংশগ্রহণে আগমী নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা আমার বিশ্বাস। কারণ বিএনপি ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে সেটা আর করবে না।’

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে না গিয়ে আন্দোলনের পথ বেছে নিলে গভীর সংকটে পড়বে এবং তা উপলব্ধি করেই তারা এখন ২০১৩, ১৪ এবং ১৫ সালের মতো জ্বালাও-পোড়াও কর্মসূচির দিকে যাচ্ছে না।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের ভাবনা কী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা কোর্টের বিষয়। এখানে সরকারের কোনো হাত নেই।’

‘নির্বাচন যে নিরপেক্ষ হচ্ছে তার প্রমাণ সাম্প্রতিক অনুষ্ঠিত নির্বাচনগুলোর মধ্যে একটিতে অর্থাৎ গতকাল (১১ আগস্ট) সিলেটে বিএনপিপ্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচন নিরপেক্ষ না হলে তো তিনি জিততেন না।’

আগামী নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘এখন সংলাপের কোনো সম্ভাবনা নেই। যখন সংলাপের প্রয়োজন ছিল তখন তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু আসেননি।’

‘সংবিধান অনুযায়ী আগমী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তখন নির্বাচনকালীন সরকার শুধু রুটিন কাজ সম্পাদন করবে। কিন্তু কোনো রকম নির্বাহী ক্ষমতা ব্যবহার করবে না।’

নির্বাচনকালীন সরকারে বিনিএপির কোনো প্রতিনিধি থাকবে কিনা- জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ওই সরকারে শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই থাকবে সুতরাং বিএনপির কোনো প্রতিনিধি থাকার সুযোগ নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। ওই ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করতে সরকার অঙ্গিকারাবদ্ধ। সাংবাদিকরা জীবন বাজি রেখে কাজ করেন। তারা নিরীহ-নিরাপরাধ, এ নিয়ে দ্বিমতের কোনো কারণ নেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে প্রয়োজনের তুলনায় পেঁয়াজের মজুদ কম। এ সময় ভারতে বন্যার কারণে দেশীয় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। ঈদের সময় বাজার ওঠা-নামার এ চিত্র স্বাভাবিক।

এমইউএইচ/আরএস/এমএআর/এমএস/জেআইএম

আরও পড়ুন