আইএসের রেশ বাংলাদেশেও চলে এসেছে : মেনন
ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য মুক্তচিন্তার মানুষদের হত্যা করাকে ঔদ্ধত্য আচরণ আখ্যা দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এই হত্যাকাণ্ডগুলো প্রমাণ করে ইসলামিক স্টেটের (আইএস) রেশ বাংলাদেশেও চলে এসেছে।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত অমল সেন স্বারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মেনন বলেন, জঙ্গিগোষ্ঠী ব্লগারদের নাস্তিক বলে প্রচার করে। আমি আগে কখনো তাদের লেখা পড়িনি। শুক্রবার একজন ব্লগার হত্যার পর আমি আজ তার লেখা পড়েছি, তার লেখার মধ্যে ধর্মকে উস্কানি দেয় এমন কোনো বিষয় পাইনি। দেশে জঙ্গিবাদ- মৌলবাদ ছড়িয়ে পড়ছে।
প্রয়াত বামনেতা অমল সেনের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর `বাসুদা` (অমল সেন) সঙ্কা করেছিলেন বাংলাদেশে আবারো সাম্রদায়ীকতা ছড়িয়ে পড়তে পারে, আজ আমরা কি দেখছি সাম্রদায়িক শক্তি মুক্তচিন্তার মানুষদের মুরতাদ বলে ঘোষণা দিচ্ছে। তাদেরকে নির্মমভাবে হত্যা করে চলে যাচ্ছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, অমল সেনের স্বপ্ন ছিলো জনগণের জন্য একটি বিকল্প শক্তি গড়ে তোলা। তেভাগা আন্দোলনের মাধ্যমে জনগণের জন্য বিকল্প শক্তির বীজ বপন করেছিলেন। কিন্তু আজ আমাদের বাম দলগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে জনগণের থেকে অনেক দূরে সরে গেছে।
স্বারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী, ওয়ার্কার্স পার্টির অজয় রায়, স্মারক গ্রন্থের সম্পাদক শামসুল হুদা প্রমুখ।
এএসএইচ/একে/এমআরআই