ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

গুজবে শেখ হাসিনার অগ্রযাত্রা বন্ধ হবে না : ইনু

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৯ আগস্ট ২০১৮

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মিথ্যাচার আর গুজব রটানোর মাধ্যমে শেখ হাসিনার অগ্রযাত্রা বন্ধ করতে পারবে না বিএনপি।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) মুক্তিযুদ্ধের বিজয় ঠেকাতে পারেনি। বঙ্গবন্ধুকেও খাটো করতে পারেনি।’

জাতির পিতাকে যথাযথ শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ছাত্র আন্দোলনের কাঁধে চড়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল, তারাই ঘোলা পানিতে ডুবে মরবে। মিথ্যাচার ও গুজব রটনাকারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কঠোরভাবে ধ্বংস করে দেবে।’

শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সময় গুজব রটানো আর মিথ্যাচারকে গণমাধ্যমের কর্মীরা মোকাবেলা করেছেন- জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘তারা সংবাদমাধ্যমে বলেছেন, কোনো ছাত্র মারা যায়নি, নারী লাঞ্ছিত হয়নি। আপনারা বলেছেন, কোমলমতি শিশুদের ওপর সরকার কোনো আক্রমণ করেনি। শিশুদের আন্দোলনের কাঁধে চড়ে চক্রান্তকারীরা এটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য যেখানেই দাঙ্গা-হাঙ্গামা করার চেষ্টা করেছে সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সুতরাং আপনারা গণমাধ্যমের কর্মীরা মিথ্যাচার, গুজব রটানোর বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়েছেন, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন বলেই আমরা সামনের দিকে যেতে পারছি।’

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শামসুদ্দিন আহমেদ পেয়ারা, আজিজুল ইসলাম ভূইয়া, শাহজাহান মিয়া, মৃনাল কৃষ্ণ রায়, তরুণ তপন চক্রবর্তী প্রমুখ।

এএসএস/এমএআর/জেআইএম

আরও পড়ুন