শিক্ষার্থীদের আন্দোলনে ৫শ’ লোক আনার নির্দেশ খসরুর!
ঢাকার বাইরে থেকে ৫শ’ লোক এনে শিক্ষার্থীদের চলমান নিরাপদ সড়ক দাবির আন্দোলনে যোগ দেয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মুঠোফোনে নবমী নামের একজনকে তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও প্রচার হচ্ছে।
অডিওটির শিরোনাম দেয়া হয়েছে, ‘শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ষড়যন্ত্রের ফোনালাপ। ’যা নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই।
১ মিনিট ৪৯ সেকেন্ডের অডিওটির কথোপকথোনে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর কণ্ঠের সঙ্গে মিল রয়েছে। তবে এ ফোনালাপ আমির খসরু মাহমুদ চৌধুরীর কি না, কিংবা তিনি এ ধরনের নির্দেশনা দিয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
জাগো নিউজের পাঠকদের জন্য ফোনালাপটি তুলে ধরা হলো-
খসরু : হ্যালো
নবমী : জ্বী, আসলামু আলাইকুম আঙ্কেল, নবমী বলছিলাম।
খসরু : হ্যা, নবমী ভালো আছো?
নবমী : জ্বী আঙ্কেল, আলহামদুলিল্লাহ। আঙ্কেল আপনি ভালো আছেন?
খসরু : হ্যাঁ, আছি ভালো। তোমরা একটু ইনভলব টিনভলব হচ্ছো এগুলোতে?
নবমী : জ্বী, জ্বী আমি তো কুমিল্লায় আসলাম।
খসরু : কুমিল্লা নয়, তোমরা নামায়ে দাও না। মানুষজন সবাই নামায়ে দাও না।
নবমী : হ্যাঁ, হ্যাঁ।
খসরু : বুঝছো, ফিট করে দাও কুমিল্লায় নয়, ঢাকায় আইসা যাও।
নবমী : জ্বী জ্বী আঙ্কেল...
খসরু : ঢাকায় আইসা যাও। মানুষজন নামায় দাও ভালো করে। তোমরাও নেমে যাও। তোমাদের তো কেউ চেনে না। তোমাদের তো টোটালি কেউ চেনে না। তোমরা বন্ধু বান্ধব নিয়ে সব নাইমা পড়ো না ঢাকায়।
নবমী : জ্বী, জ্বী কন্ট্রাক্ট করতেছি সবার সঙ্গে।
খসরু : হ অ, কন্ট্রাক্ট করো, কখন আর কন্ট্রাক্ট করবা? এখনই তো টাইম, আর কবে? এখন নামায় দাও।
নবমী : জ্বী, জ্বী।
খসরু : এখন নামতে না পারলে...।
নবমী : হ্যাঁ, হ্যাঁ।
খসরু : তোমরা তো পরিচিত মুখ না, তোমরা বন্ধু বান্ধব মিলে নাইমা যাও না এদের সাথে।
নবমী : জ্বী জ্বী । এখানে ঢাকা চিটাগাং হাইওয়েতে সবাই নামছিল, পরে এমপি সাহেব এসে সবাইকে উঠায় দিছে।
খসরু : হ্যাঁ, ঠিক আছে, হাইওয়েতে অসুবিধা নাই, ঢাকায় নামাইয়া দাও, ঢাকায়।
নবমী : জ্বী জ্বী।
খসরু : ঢাকায় হলে এমনিতে সারাদেশে হবে।
নবমী : জ্বী এমনিতেই হয়ে যাবে অটো।
খসরু : তোমরা ঢাকায় এসে, ওখানে তো কুমিল্লায় দরকার নেই আমার। তোমরা ঢাকায় এসে বন্ধু বান্ধব নিয়ে দুই চারশ পাঁচশ’ জন এসে ওদের সাথে জয়েন করে যাও।
নবমী : জ্বী আঙ্কেল
খসরু : বুঝছো।
নবমী : এমনি সবাই সংহতি জানাচ্ছে।
খসরু : সংহতি দিয়ে কী লাভ হবে? তোমরাদের মতো যারা আছে ওদেরকে নিয়ে নেমে যাও না।
নবমী : জ্বী আঙ্কেল। আর আঙ্কেল আরেকটা ছোট্ট বিষয়..।
খসরু : ফেসবুকে পোস্টিং টোস্টিং করো সিরিয়াসলি
নবমী : এইডা করতেছি, এইডা করতেছি। এইডাতে অ্যাক্টিভ আছে সবাই।
খসরু : বলো।
ইবমী : আমি আসতেছি কালকে, পরশু।
খসরু : আচ্ছা। আইসা এইগুলো করো, কুমিল্লা বসে থেকে লাভ কী ?
নবমী : জ্বী আঙ্কেল।
খসরু: আচ্ছা, ঠিক আছে।
নবমী : জ্বী আঙ্কেল আসসালামু আলাইকুম।
খসরু : ওয়ালাইকুম সালাম।
কেএইচ/এমএমজেড/আরআইপি