ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন ব্লগার নিলয়

প্রকাশিত: ১০:৫০ এএম, ০৭ আগস্ট ২০১৫

রাজধানীর উত্তর গোড়ানে এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে নিহত ব্লগার নীলান্দ্রী চট্টোপাধ্যায় নিলয় (৪০) গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন। শুক্রবার গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নিলয় গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। জুমার নামাজের পর ৪-৫ জন যুবক বাসা দেখার নামে ঘরে ঢুকে তাকে খুন করে বলে আমরা জেনেছি’।

এদিকে নিলয় গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন বলে কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিপ্ত বসুও নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিলয় নিয়মিত গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে উপস্থিত থাকতেন।

সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাসের হত্যা নিয়ে বিভিন্ন প্রতিবাদ সমাবেশেও উপস্থিত থাকতেন নিলয়।

এর আগে, শুক্রবার দুপুরে গোড়ানের ৮ নম্বর রোডের পানির পাম্পের গলিতে ১৬৭ নম্বর বাড়ির ৫ তলার ঘর থেকে নীলান্দ্রী চট্টোপাধ্যায় নিলয়ের (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ। দুপুরে নামাজের সময় ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে।

জেইউ/এআর/একে/পিআর