ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মেয়র প্রার্থী ইকবালকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২৭ জুলাই ২০১৮

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয় পার্টি (জাপা)।

কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে মেয়র পদে প্রতিদ্বন্দিতায় অনড় থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৭ জুলাই) প্রাক্তন রাষ্ট্রপতি এইচএম এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নেতাদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেয়া ও পার্টির শৃংখলা ভঙ্গের দায়ে ইকবাল হোসেন তাপসকে জাতীয় পার্টির সব পদ ও পদবী থেকে বহিষ্কার করা হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ গঠনতন্ত্র মোতাবেক তার বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন।

ইতোমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এইউএ/এএইচ/পিআর

আরও পড়ুন