তালগাছটা চাইছে বিএনপি : হানিফ
বিচারে বিএনপি নেত্রীর সাজা হবে জেনেই বিএনপি এখন তালগাছটা চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ১৫ আগস্টের কর্মসূচী ঠিক করতে এ সভার আয়োজন করা হয়।
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার হাইকোর্টের দেওয়া আদেশের প্রতিক্রিয়ায় জানিয়ে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপনের বক্তব্যের ব্যাপারে হানিফ বলেন, বিচার ব্যবস্থা এক পক্ষ হয় কিভাবে? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি দুর্নীতি মামলায় টানা ৪৮ বার হাজিরার তারিখ নিয়েছেন। এমন নজির বাংলাদেশে কোথাও আছে কি-না আমার জানা নেই।
‘তাদের (বিএনপি) কাছে বিচার মানেই তো তালগাছটা আমার’-এমন মন্তব্য করে হানিফ বলেন, এই ধরনের মানসিকতা তারাই পোষণ করতে পারে, যাদের আইনের প্রতি আস্থা নাই। তাদের কাছে বিচার মানেই তা তাদের পক্ষে যেতে হবে। বিএনপি যদি বলে বিচারব্যবস্থা এক পক্ষ হচ্ছে। তাহলে খালেদা জিয়াসহ বিএনপির রাষ্ট্রের প্রতি আস্থা নাই, বিচার ব্যবস্থার প্রতি আস্থা নাই, সংবিধানের প্রতি আস্থা নাই এবং আইনের প্রতি আস্থা নাই।
১৫ আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালন না করলে সমঝোতা হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, কোন মানুষের জন্মদিন পালন করা না করা এটা তার ব্যক্তিগত বিষয়। উনি (খালেদা জিয়া) এর আগে ১৫ আগস্ট জন্মদিন পালন করে হীন মানসিকতার পরিচয় দিয়েছিল। আর ভবিষ্যতেও জন্মদিন পালন করে এই হীন মানসিকতার পরিচয় দেবেন কি-না, সেটা তারই ব্যাপার।
১৫ আগস্টের কর্মসূচী প্রসঙ্গে হানিফ বলেন, সভায় ৯ সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচির সমন্বয় করা হয়েছে। কর্মসূচির পূর্ণাঙ্গ তারিখ, সময় ও স্থানের বিস্তারিত আগামীকাল (শুক্রবার) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় আরো উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য আফজাল হোসেন, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।
এএসএস/আরএস/এমআরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো