তৈমুর আলম খন্দকারকে দুদকে তলব
প্রতারণা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার তৈমুরের কাছে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠিয়েছেন দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম।
জানা যায়, আগামী ১২ আগস্ট বুধবার সকাল সাড়ে ৯টায় তাকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। প্রতারণা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধানে তাকে এ নোটিশ দেয়া হয়েছে।
বিএনপি জামায়াত জোট সরকারের আমল থেকে এখন পর্যন্ত অন্ধ ও বধির সংস্থার সভাপতির দায়িত্ব পালন করছেন তৈমুর আলম খন্দকার। দায়িত্ব পালনকালে হারিস চৌধুরীর স্ত্রী জোছনে আরা চৌধুরীকে অন্ধ ও বধির সংস্থার ১১টি দোকান বরাদ্দ দেন তিনি। বধির সংস্থার তহবিল তসরুপ করে অন্যান্যদের সহায়তায় প্রায় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তৈমুরের বিরুদ্ধে।
আরএস/এমআরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে জামায়াত: শাহাজাহান
- ২ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না: ডা. শফিকুর রহমান
- ৩ শোষণের বিরুদ্ধে আর শোষিতের পক্ষে ছিলেন মওলানা ভাসানী: তারেক রহমান
- ৪ সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান
- ৫ বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কীভাবে পেয়েছে: চরমোনাই পীর