ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

অডিও কথোপকথন আমার নয় : বিএনপি নেতা টিপু

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২২ জুলাই ২০১৮

রাজশাহীতে বিএনপি মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের সমাবেশে হাত বোমা হামলার ঘটনায় খোদ দলীয় নেতাদের সম্পৃক্ততা রয়েছে এমন একটা অডিও কথোপকথন সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে। কথোপকথনের যে অডিও সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে তাতে যে দুইজনের বক্তব্য শোনা যাচ্ছে তার সঙ্গে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান মন্টু এবং দলটির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর কণ্ঠের সঙ্গে মিল রয়েছে।

তবে সামাজিক মাধ্যমে প্রচারিত অডিও কথোপথন প্রসঙ্গে তাইফুল ইসলাম টিপু জাগো নিউজকে বলেন, ‘আমি অডিওটা শুনেছি। এগুলো আমার না।’

প্রচারিত অডিও অনুযায়ী মতিউর রহমান মন্টু তাইফুল ইসলামকে ফোন করেন। সেই কথোপকথন জাগো নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

তাইফুল ইসলাম: জ্বি ভাই।
মতিউর রহমান মন্টু: ভালো আছো ?
তাইফুল: জ্বি ভাই।
মন্টু:এইতো কালকে কাম কাজ, প্রচণ্ড রোদের তাপে জ্বর, অসুস্থ। তো গত পরশু দিন যে ঘটনা ঘটেছে তা শুনছো তো না-কি?
তাইফুল: এই একটু শুনেছি বেশি শুনি নাই। ওই যে বোমা মারিছে ওই টা তো?
মন্টু: হ্যাঁ।
তাইফুল: সেইটা তো জানি।
মন্টু: জানো, তো কারা করলো, সেইটা কি জানো?
তাইফুল: হ্যাঁ?
মন্টু: কারা করেছে সেইটা কি জানো?
তাইফুল: তা জানি না।
মন্টু: যাক আমি যে কথাটা বলবো তা হজম করবা, পারলে জায়গা মতো বলবা। আমাদের দুই ভাই জড়িত।
তাইফুল: হ্যাঁ...?
মন্টু: আমাদের দুইজন জড়িত। বিএনপির লোক দিয়ে কাজ করানো হয়েছে। ভাইয়ের কাছ থেকে ক্রেডিট নেয়ার জন্য আমার নির্দেশে কাজ করছে।
তাইফুল: কোন দুই ভাই?
মন্টু: নাটোরের খালেক আর জাবেদ।
তাইফুল: এটা আমার বিশ্বাস হয়।
মন্টু: জাবেদ হলো শাহিন শওকত ভাইয়ের লোক।
তাইফুল: হ্যাঁ, ঠিক আছে এইটা আমার বিশ্বাস হয়।
মন্টু: এটা হওয়ার সাথে সাথে...ভাইয়াকে...সব ঠিক হয়ে গেছে। আমার মিছিলে লোক কম পড়ছে। আমাদের নেতা তো এখন খালি ফটোসেশন ভাই। এটা তো দলের ক্ষতি হচ্ছে।

এদিকে এ ঘটনার দায়ে শনিবার রাতে মতিউর রহমান মন্টুকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কথোপকথনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার এ কে এম হাফিজ আক্তার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘মতিউর রহমান মন্টু ফোনে কথার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। ফোনালাপে তিনি যাদের কথা বলেছেন তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’

গত মঙ্গলবার সকালে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগের সময় সাগরপাড়া বটতলার মোড়ে পথসভা চলাকালে ককটেল হামলা করা হয়। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, একজন সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বাদি হয়ে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় মন্টুকে গ্রেফতারের আগে হিমেল নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ।

কেএইচ/জেএইচ/পিআর

আরও পড়ুন