ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

অসুস্থতা বিবেচনায় জামিন পেলেন ফালু

প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৬ আগস্ট ২০১৫

আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশের এক ঘণ্টা পর একই আদালত থেকে অসুস্থতার বিবেচনায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত এ আদেশ দেন।

জানা যায়, আদালতের আদেশে ফালুকে কারাগারে নেওয়ার জন্য আদালতের গারদখানায় রাখা হয়। সেখানে থাকা অবস্থায় তার আইনজীবীরা অসুস্থ বিবেচনায় ফের জামিনের আবেদন করলে আদালত তা গ্রহণ করে। ফালুর পক্ষে আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। জামিনের বিরোধিতা করেন মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) আবদুল্লাহ আবু।

এর আগে মামলার চার্জশিট আনা না পর্যন্ত তাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। চার্জশিট আসার পর ফালু বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

উল্লেখ্য, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বাড্ডা থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাড্ডা থানার এসআই হুমায়ুন কবির নাশকতার এ মামলা দায়ের করেন। এরপর ২৭ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার এসআই আক্তারুজ্জামান সরকার ফালুসহ ৬০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরএস/এমআরআই