ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জাতীয় নেতাদেরকে নিয়ে বিতর্ক দূর হওয়া উচিত

প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৫ আগস্ট ২০১৫

জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে যে বিতর্ক রয়েছে তা দূর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি মনে করেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যেসব ইস্যুতে দ্বন্দ্ব রয়েছে তা জাতীয় ঐক্যের মাধ্যমে নিরসন হওয়া উচিত। রিপন বলেন, জিয়াউর রহমানের কারণে আওয়ামী লীগ পুনরায় জন্ম লাভ করেছে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানকে অসম্মান করা উচিত নয়। জিয়াউর রহমানকে খাটো করে জাতীয় ঐক্য সম্ভব নয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এখন নির্বাচিত সরকার নাই। ফলে এক আইনের যাত্রায় দুই ধরনের বিচার কার্যক্রম চলছে।

রিপন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সকল মামলার কার্যক্রম চলছে ঠিক একই ধরনের মামলা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও ছিলো। অথচ ক্ষমতায় বসে নিজের মামলাগুলো প্রত্যাহার করে নেয়া হয়েছে । সংবাদ সম্মেলনে সহসাংগঠনিক সম্পাদক আবদুল সালাম আজাদ, সাবেক মহিলা সংসদ শাম্মী আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।

এমএম/এসকেডি/পিআর