পৃথিবীর অদ্ভুত পার্লামেন্ট বাংলাদেশে : খোকন
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, গিনেস বুকের রেকর্ডে উঠবে পৃথিবীর অদ্ভুত পার্লামেন্ট বাংলাদেশে। বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘পেট্রলবোমা সন্ত্রাস নেপথ্যে আওয়ামী লীগ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, এই দেশের প্রধানমন্ত্রী আনকন্টেস্টে হয়েছেন। পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা আনকন্টেস্টে হয়েছেন। এটি অদ্ভুত পার্লামেন্ট। যে দেশে একশত ৫৪ জন পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয় বিনা ভোটে। একদিন এই সরকার বিরোধী দল করার মেজরিটি পাবে না। এই অবৈধ সরকার দেশের গণতন্ত্র, সংবিধানসহ সব ধ্বংস করার ষড়যন্ত্র করছে।
পৃথিবীর ইতিহাসে গনতান্ত্রিক কোন রাষ্ট্রে এই প্রথম একশত ৫৪ জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং পার্লামেন্টের স্পিাকার বেশির ভাগ এমপিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
তিনি বলন, আইনের শাসন ও গণতান্ত্র ধ্বংস করার জন্য একটি মহল পেট্রলবোমা মেরেছে।
বিএনপি ও অঙ্গ সংগঠন এর ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও বিএনপি নেতা আবেদ রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।
এফএইচ/এসএইচএস/এমআরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে জামায়াত: শাহাজাহান
- ২ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না: ডা. শফিকুর রহমান
- ৩ শোষণের বিরুদ্ধে আর শোষিতের পক্ষে ছিলেন মওলানা ভাসানী: তারেক রহমান
- ৪ সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান
- ৫ বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কীভাবে পেয়েছে: চরমোনাই পীর