স্লোগান সমস্যায় বিএনপির নেতাকর্মীরা
বক্তব্য চলাকালে কর্মীদের স্লোগান নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
সোমবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচিতে এই ঘটনার অবতারণা হয়।
সকাল ৯টায় শুরু হওয়া কর্মসূচি চলে প্রায় সোয়া ৪টা পর্যন্ত। শুরুতে ছোট সারির নেতারা বক্তব্য দেন। পর্যায়ক্রমে বিকেল ৩টার দিকে জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।
দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্য দেয়ার সময় নেতাকর্মীরা স্লোগান দিলে তাতে বিরক্তি প্রকাশ করেন তিনি।
স্লোগানদাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার পামপট্টির দরকার নাই। স্লোগান না দিয়ে আমার বক্তব্য শোনো। তোমাদের অনেকদিন বলছি বক্তব্যের সময় স্লোগান দেবে না। কখন-কোথায় স্লোগান দিতে হয় তোমরা বোঝো না। সময় কম চুপ করো।’
স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্যের সময়ও একই ধরনের ঘটনা ঘটে। মওদুদ তখন বলেন, ‘এই চুপ করো, আইনি প্রক্রিয়ায় মুক্তি না হলে রাজপথে নামতে হবে।’
এ সময় মওদুদ আহমদ উপস্থিত নেতাকর্মীদের আন্দোলনের জন্য রাজি আছে কিনা জানতে চাইলে সবাই ‘হ্যাঁ’ বলেন। তখন মওদুদ আহমদ বলেন, ‘এখানে হ্যাঁ বলছেন, কিন্তু আন্দোলন ঘোষণা করা হলে তো কাউকে খুঁজে পাওয়া যায় না।’ এর জবাবে স্লোগানদাতাদের পক্ষ থেকে মওদুদকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘আপনিই তো ধোঁয়াশা।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সময়ও যথারীতি স্লোগানমুখর হয়ে ওঠে মহানগর নাট্যমঞ্চ। তার জবাবে মির্জা ফখরুল বলেন, ‘প্লিজ ভাই, কেন বিরক্ত করছেন, আমরা অসুস্থ মানুষ, এই বৃদ্ধ বয়সেও এখানে...।’
স্লোগান নিয়ে কর্মীদের ওপর প্রকাশ্যে এভাবে বিরক্তি প্রকাশ নতুন কিছু নয় বিএনপিতে। এর আগে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও স্লোগান নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।
কেএইচ/বিএ