ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জিয়া স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন না : হানিফ

প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৪ আগস্ট ২০১৫

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। মঙ্গলবার দুপুরে রাজধানীর ওয়াপদা ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।
 
হানিফ বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। আর তাই স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জিয়াউর রহমান কখনো স্বাধীনতাকে বিশ্বাস করেননি। জিয়াউর রহমানের নির্দেশে স্বাধীনতাকে হত্যা করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনেছিলেন। শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন।

তিনি বলেন, দেশে আওয়ামী লীগ সরকার যখনই ভালো পদক্ষেপ নেয়, একাত্তরের পরাজিত শক্তিদের সঙ্গে নিয়ে খালেদা জিয়া তখনই বাধা সৃষ্টি করেন। খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নির্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল।

বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হানিফ বলেন, আপনি (খালেদা) একাত্তরের পরাজিত শক্তির নির্দেশে আন্দোলনের নামে সন্ত্রাসী ও নাশকতা কর্মকাণ্ড চালিয়েছিলেন। সে জন্য দেশের মানুষ আপনাকে আস্তাকুরে নিক্ষেপ করেছে। ভবিষ্যতেও যদি সন্ত্রাসী ও নাশকতা কর্মকাণ্ড চালান তাহলে আপনাকে দেশের মানুষ আস্তাকুরে নিক্ষেপ করবে।
 
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ আর রাজনীতির নামে ভাঙ্গা গড়ার খেলা দেখতে চায় না। মানুষ তার ভাগ্যের পরিবর্তন চায়। আপনি (খালেদা) বলুন কোন ভালো কাজটি করেছেন?

সংগঠনের সভাপতি মোল্ল্যা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোজনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, জাতীয় শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ ও ক্রাফ্ট ফেডারেশন বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মিয়া, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন খান প্রমুখ।

এএসএস/আরএস/এমআরআই