‘অনেকে মনে করেন খালেদা জিয়া অসুস্থ নন’
অসুস্থ লোক কোন হাসপাতালে যাবেন সেটা নিয়ে সময়ক্ষেপণ করে তার নিজের শরীর খারাপ করতে পারে না মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘অনেকে মনে করেন তিনি (খালেদা জিয়া) অসুস্থ নন।’
সোমবার সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলে, দলটির নেতারা জানিয়েছেন- দলীয় নেত্রীকে মুক্ত করতে ঈদের পর আন্দোলনে নামবেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া জেলে আছেন, আদালত সাজা দিয়েছেন এটা আদালতের এখতিয়ার, আমাদের রাজনৈতিকভাবে করার কিছু নেই বা বলার নেই। তার মুক্তির জন্য বিএনপি আইনজীবীরা চেষ্টা করে যাচ্ছেন। একটি দল গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারে। সেই আন্দোলন ২০১৩, ২০১৪ সালের জ্বালাও-পোড়াও অগ্নিসংযোগ...সেই আন্দোলন বিএনপি করার মত ক্ষমতা রাখে না বলে আমি মনে করি। বিএনপির যে নাজুক অবস্থা এর মূল কারণ হলো গত নির্বাচন না করা।’
বিএনপি আন্দোলনের কথা বলেছে আন্দোলন যদি নিয়মতান্ত্রিকভাবে করতে চায়, মওদুদ সাহেব যে ইঙ্গিত দিয়েছেন যে বড় আন্দোলন ছাড়া এই ধরনের সরকারকে সরানো যায় না। সেই আন্দোলন করার সক্ষমতা বিএনপির আছে বলে আমি মনে করি না।
‘সুতরাং তারা যেমনটা ব্যর্থ হয়েছিলেন ২০১৪ সালে, ২০১৫ সালে, ২০১৩ সালে; ২০১৮ সালেও তাদের ব্যর্থতায় পর্যবসিত হবে।’
তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, তারা যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছেন তা বাস্তবায়িত হবে না বলে সবাই মনে করেন, সহায়ক সরকার বলে কোন বিষয় আছে বলে আমাদের জানা নেই, আরেকটি হলো নির্বাচন কমিশন পুনর্গঠন এই নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করবেন।’
কারাবন্দি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সরকার প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে নিতে চাইলেও বেগম জিয়া তাতে রাজি হননি। তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান।
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বলেন, ‘খালেদা জিয়ার যে অসুস্থতার কথা বলা হয়, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখি- আমার যখন অসুস্থ হয় তখন নিকটতম হাসপাতালে যাব, বিশেষ করে বঙ্গবন্ধু মেডিকেল, অধিকাংশ বড় বড় ডাক্তার প্রফেসররা সেখানে থাকে। একজন অসুস্থ মানুষকে বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে যাওয়ার পর যদি ডাক্তাররা অক্ষমতা জানাত যে চিকিৎসা নাই তাহলে একটি কথা ছিল। আমরা বলি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে আর সেনাবাহিনীর হাসপাতাল সিএমএইচর প্রতি বিশ্বাস ও আস্থা নাই।’
‘একটি পার্টিকুলার হাসপাতালে যাবেন, জেল কর্তৃপক্ষ সঠিকভাবে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল বা সিএমএইচ, এতে অনেকে মনে করেন তিনি অসুস্থ নন, কারণ অসুস্থ লোক কোন হাসপাতালে যাবেন সেই সময়ক্ষেপণ করে তার নিজের শরীর খারাপ করতে পারে না।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এবার ঈদ খুব ভালো হয়েছে, আমি নিজেও খুব ব্যাপক ঘুরেছি। সামর্থ্য অনুসারে ঈদের উপহার দিয়েছে। ভোলাতে রাজনৈতিক হানাহানি নেই, ইফতার পার্টিতে বিএনপির সভাপতিও আসে, সামাজিক সম্পর্ক আছে।’
তিনি আরও বলেন, ‘এবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিয়ে পত্রপত্রিকা ভালো সংবাদ পরিবেশন করেছে। রোজার সময় একসঙ্গে মানুষ যখন এক মাসের বাজার করে তখন এক দু’দিনের জন্য দু’একটি পণ্যের দাম বাড়তে পারে। এবার দাম স্বাভাবিক ছিল।’
আরএমএম/জেএইচ/পিআর