ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দুর্গতদের ত্রাণ দিলেন পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১২ পিএম, ০১ আগস্ট ২০১৫

নাঙ্গলকোটে টানা কয়েকদিনের বৃষ্টিতে প্লাবিত এলাকার জনগণের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শনিবার তিনি এসব ত্রাণ বিতরণ করেন বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ।

দিনভর ত্রাণ বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন পরিকল্পনামন্ত্রী।

মন্ত্রী নাঙ্গলকোটের আদ্রা, জোড্ডা, দৌলখাড়, বাঙ্গড্ডা, সাতবাড়িয়া, হেসাখাল,বক্সগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বন্যাপীড়িত লোকদের দুরবস্থা সরাসরি প্রত্যক্ষ করেন এবং তাদের সঙ্গে কথা বলে সব রকম সাহায্যের আশ্বাস দেন। পাশাপাশি জলাবদ্ধ পরিবারের মধ্যে চাল, চিড়া, গুড়সহ শুকনা খাবার, বিশুদ্ধ খাবার পানি এবং নগদ অর্থ বিতরণ করেন তিনি।

বন্যাকে একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যা দিয়ে পরিকল্পনামন্ত্রী স্থানীয় জনগণের উদ্দেশে বলেন,‘আমাদেরকে ধৈর্যসহকারে এ কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমি স্থানীয় উপজেলা প্রশাসনসহ স্থানীয় নেতৃবৃন্দকে নির্দেশ দিচ্ছি তারা যেন বন্যাপীড়িত মানুষদের সার্বিক সহযোগিতা করেন’।

বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল আরিফ বলেন, ‘আবহাওয়া ঠিক থাকলে কিছুদিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি’।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয় বন্যা পরবর্তীকালে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব যাতে না হয় সে ব্যাপারে তারা সতর্ক থাকবে।

পরিকল্পনামন্ত্রীর এই ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু , নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, নাঙ্গলকোট পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান প্রমুখ।

এসএ/এমআরআই