ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প অবিলম্বে বন্ধ করুন : মান্না

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৯ মে ২০১৮

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অবিলম্বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘নিউক্লিয়ার্স পাওয়ার প্লান্ট হচ্ছে গণহত্যার ট্র্যাপ। সুতরাং এটা বন্ধ করতে হবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের অবস্থা সরকার ভালো করেই জানে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে কী হবে সেটাও তারা জানে। এ কারণে সরকার আবার ৫ জানুয়ারির ফোর টুয়েন্টি মার্কা নির্বাচন করতে চাচ্ছে। এ ধরনের কোনো নির্বাচন আর বাংলাদেশে হবে না।’

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভি আইপি লাউঞ্জে নাগরিক ঐক্য আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘ইলেকট্রিক পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর সাইফুর রহমান পি এইচডি। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন, এস এম আকরাম, বিডি রহমাতুল্লাহ, ড. এ হাছিব চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের দেশের শিক্ষিতদের এমন অবস্থা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও প্রধানমন্ত্রীর পিএ হতে চান। আসলে এ দেশের মানুষ যেমন বীর সাহসী, তোষামোদিতেও তেমনি ফার্স্ট। শেখ হাসিনা স্যাটেলাইট বানালেন না, ধরলেন না, পাঠালেনও না; অথচ সব নাম হলো তার। সমুদ্রসীমা জয়ের কৃতিত্বও ছাড়েন না ‘

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভারতে গেলেন, ডিগ্রি নিলেন কিন্তু তিস্তার বিষয়ে কোনো কথা বললেন না।’

এফএইচএস/এমএমজেড/আরআইপি

আরও পড়ুন