ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

৩৩ কূটনীতিকের সঙ্গে আ.লীগের বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৮ মে ২০১৮

৩৩ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা। সোমবার রাজধানীর হোটেল লেকশোরে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা ও মাদকবিরোধী অভিযান সম্পর্কে জানতে চান কূটনীতিকরা। এছাড়া নির্বাচন নিয়ে জানতে চান কূটনীতিকরা।

মাদকবিরোধী অভিযানে নিয়ে আওয়ামী লীগ বলছে, এটা নিয়মিত অভিযান। অভিযানে প্রায় ২০০০ হাজারের মত গ্রেফতার হয়েছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয় জানতে চান। জবাবে আওয়ামী লীগের নেতারা বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, এখানে সবদলই অংশ নিবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে। নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলের দায়িত্ব, এখানে সরকারের কিছু নাই।

জানা গেছে, প্রতি দুইমাস পরপরই আওয়ামী লীগের সঙ্গে কূটনৈতিকরা বসবেন। মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্ণিকাট বৈঠকে উপস্থিত ছিলেন না। ব্রিটিশ রাষ্ট্রদূত দেশে না থাকায়, তিনিও বৈঠকে ছিলেন না। তবে তাদের প্রতিনিধি ছিল। অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ প্রায় ১২টি দেশের রাষ্টদূত উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য দেশের প্রতিনিধিরা ছিল।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাম্বাসেডর জমির, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এইউএ/জেএইচ/এমএস

আরও পড়ুন