আন্দোলনের জন্য জনগণ প্রস্তুত আছে : খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা যাবে না। তাকে মুক্ত করতে হবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে। দেশের জনগণ এর জন্য প্রস্তুত আছে, আমাদেরও নিতে হবে। দেশের মানুষ আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকাস্থ পাবনা এবং সিরাজগঞ্জের সাবেক এবং বর্তমান ছাত্র নেতারা এ প্রতিবাদ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ছাত্রদল নেতা, মো. আব্দুল ওয়াহাব।
আমীর খসরু বলেন, আগামী নির্বাচন হতে হবে, জনগণ নির্ভর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হতে হবে জনগণ নির্ভর। এর মাঝে কিছু নেই।
তিনি বলেন, আমরা জনগণ নির্ভর দল, আর আওয়ামী লীগ জনগণ থেকে অনেক দূরে চলে গেছে। তারা তাদের নির্বাচন প্রকল্প এবং পার্শ্ববতী দেশের ওপর নির্ভরশীল।
খসরু বলেন, সরকার চা চাইবে নির্বাচনের ফলাফলে তার প্রতিফলন ঘটবে এটাই নির্বাচন। শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না।
তারা ইচ্ছা করলে আপনাকে নির্বাচন দেবে, আর ইচ্ছা না করলে নির্বাচন দেবে না। এটা তাদের ইচ্ছার ওপর নির্ভর করে।
নির্বাচন কমিশনের সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, এই নির্বাচন কমিশন হচ্ছে তাদের নির্বাচনী প্রকল্পের নীল নকশার অংশ।
ছাত্রনেতা মো. আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক নান্নু প্রমুখ বক্তব্য রাখেন।
কেএইচ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে জামায়াত: শাহাজাহান
- ২ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না: ডা. শফিকুর রহমান
- ৩ শোষণের বিরুদ্ধে আর শোষিতের পক্ষে ছিলেন মওলানা ভাসানী: তারেক রহমান
- ৪ সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান
- ৫ বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কীভাবে পেয়েছে: চরমোনাই পীর