ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আসুন নিজেদের ওপর আস্থা রাখি : দুদু

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২৫ মে ২০১৮

দলীয় নেতাকর্মীদের নিজেদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 'আসুন নিজেদের ওপর আস্থা রাখি, বিশ্বাস রাখি নিজেদের হাতে যেটা আছে গণঅভ্যুত্থান তার মাধ্যমেই এই সরকারকে উৎখাত করি।’

সরকার পতনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এক নির্বাচনের মাধ্যমে, দুই গণঅভ্যুত্থানের মাধ্যমে এবং তিন ধর্মীয়ভাবে আমরা আল্লাহর কাছে এদের (সরকারের) অনাচারের বিচার চাইবো তিনি যদি তাদেরকে সরিয়ে দেন।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদী নাগরিক সভায় তিনি প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন। খালেদা জিয়া মুক্তি পরিষদ নাগরিক প্রতিবাদী সভাটির আয়োজন করে।

মাদক বিরোধী অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, 'আমি জানি না ক্রসফায়ার নামে কোনো আর্টিকেল সংবিধানে আছে কিনা? মানুষকে নির্বিচারে হত্যা করার অধিকার সংবিধান কোনো বাহিনীকে দিয়েছে কিনা?’

তিনি বলেন, ‘কোর্ট সামান্য কারণে কাউকে কাউকে হাজির করে তাকে জেরা করে। সন্তুষ্ট না হলে জেলে ভরে দেয় গত এক সপ্তাহে পঞ্চাশের অধিক মানুষ হত্যা করা হলো কিন্তু বিচারালয়, সরকার আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে।’

দুদু বলেন, 'বেগম জিয়া রাজনীতি করছে মানুষের জন্য। মানুষের কল্যাণের জন্য, দেশের জন্য গণতন্ত্রের জন্য। যারা দেশের জন্য রাজনীতি করে না মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে না নিজের স্বার্থের জন্য রাজনীতি করে তারা তো বেগম জিয়াকে জেলে ভরবেই নির্যাতন করবেই। তার (খালেদার) নেতাকর্মীদের নির্যাতন করবে খুন করবে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নাই।’

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদী নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।

কেএইচ/এমআরএম/পিআর

আরও পড়ুন