খালেদা জিয়া ভুল বুঝতে পেরেছেন : সৈয়দ আশরাফ
খালেদা জিয়া ভুল বুঝতে পেরে তত্ত্বাবধায়ক ইস্যু থেকে সরে এসেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুক্রবার দুপুরে যুবলীগের এক গ্রন্থের মোড়ক উম্মোচন ও সংবাদচিত্র প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ‘বাঙালী হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ নামের ওই গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়।
তিনি বলেন, আগামী নির্বাচনে না এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর ভুল করবেন না।
আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ভুল বুঝতে পেরে তত্ত্বাবাধয়ক ইস্যু থেকে সরে এসেছে। আগামী নির্বাচন সংবিধান অনুসারেই বর্তমান সরকারের অধিনেই হবে। সে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। গত বারের নির্বাচনি প্রকৃয়ায় আসার জন্য প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছিল বলেও এ সময় উল্লেখ করেন সৈয়দ আশরাফ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আশা প্রকাশ করে বলেন, সকল দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আশা করি বিএনপি নেত্রী খালেদা জিয়া আর ভুল করবেন না।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেন সৈয়দ আশরাফ।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হোসনে আরা, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
এএসএস/এসকেডি/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা