গয়েশ্বরের চিকিৎসায় মেডিকেল বোর্ড বসবে রোববার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড বসবে রোববার।সাত মাস ধরে কারাগারে থাকা বিএনপির এ নেতা নানা রোগে আক্রান্ত। কারাগারে যাওয়ার পর থেকে এ পর্যন্ত তার তার ২৩ ধরনের শারীরিক পরীক্ষা করা হয়েছে।
গয়েশ্বরের ব্যক্তিগত সহকারী এস এম আমিনুল ইসলাম জানান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন গয়েশ্বর। শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকদের পরামর্শে তিনি ২৭ জুলাই হাসপাতালে ভর্তি হন। তিনি বর্তমানে অধ্যাপক ডা. রায়হানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তিনি হার্ট, লিভার, আলসার, উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছে গয়েশ্বরের পরিবার।
উল্লেখ্য, গয়েশ্বর চন্দ্র রায় গত বছরের গত ২৬ ডিসেম্বর রাজধানী থেকে গ্রেফতার হন এবং চলতি মাসের ১৫ জুলাই জামিনে মুক্ত হন।
এমএম/এএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো