ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার জামিন নিয়ে চেষ্টা সফল : মঈন খান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৬ মে ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আমাদের চেষ্টা সফল হয়েছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি। তিনি বলেন, আমরা সব সময় বলে আসছি, আমাদের নেত্রীও বলেছেন, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।

আপিল বিভাগের রায়ের পর বুধবার (১৬ মে) সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারান্তরীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। পাশাপাশি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বিচারিক আদালতের রায়ের বিরদ্ধে দায়ের করা আপিল নিষ্পতি করতে বলা হয়েছে। বুধবার (১৬ মে) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এ আদেশ দেন।

মঈন খান বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, আমাদের নেত্রীও বলেছেন, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা শুধু এটুকু চাই, আইন প্রত্যেকটি মানুষের উপর সমানভাবে প্রযোজ্য হবে। কারও উপর এক রকম, কারও উপর অন্য রকমভাবে প্রয়োগ হোক-সেটা আমরা চাই না।’

‘শুনানিকালে অনেক ধরনের উদাহরণ দিয়ে আমাদের আইনজীবীরা দেখিয়েছেন, এ রকম শর্ট সেন্টেন্সে (স্বল্প সাজা) হাইকোর্টের আদেশের উপর কখনও আপিল বিভাগ ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করে না। আজ (বুধবার) এ মামলায়ও হাইকোর্টের আদেশের উপর আপিল বিভাগ ইন্টারফেয়ার করেনি, এটাই আমরা দেখেছি। অন্যায়কে কোনো দিন জোড় করে টিকিয়ে রাখা যায় না।’

সত্য যেটা, সেটা একদিন প্রকাশ পাবেই বলেও মন্তব্য করেন তিনি।

এফএইচ/এসআর/পিআর

আরও পড়ুন