ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদাকে কষ্ট দিয়ে সরকার আনন্দিত : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৫ মে ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কষ্ট দিয়ে সরকার আনন্দিত বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কষ্ট নিয়ে নিষ্ঠুর পরিহাস করছে এ অবৈধ সরকার এবং সরকারপ্রধান। নিষ্ঠুর রসিকতা করছে। তাকে কষ্ট দিয়ে তারা আনন্দিত।’

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নেই। তার পায়ে এবং হাতে প্রচণ্ড ব্যথা। তিনি খুবই কষ্ট পাচ্ছেন। সরকারি ডাক্তাররা মেডিকেল বোর্ডের মাধ্যমে যে পরামর্শ দিয়েছেন, আমরাও বারবার দাবি করেছি, তারপরও তাকে অর্থোপেডিকসের বিছানা, তার ফিজিওথেরাপি এবং উন্নতমানের এমআরআইয়ের ব্যবস্থা করা হয়নি।’

এ সপ্তাহে জ্বর হয়েছিল জানিয়ে রিজভী বলেন, ‘তাকে নিয়ে যা-ই হচ্ছে সেটি সরকারের সার্কাস ছাড়া আর কিছুই না। আমি আবারও তার সুচিকিৎসার দাবি জানাচ্ছি। তার যে কষ্ট, যে শারীরিক যন্ত্রণা তা লাগবে উন্নত চিকিৎসার জন্য তার ব্যক্তিগত চিকিৎকরা পরামর্শ দিয়েছেন। সেটি নিশ্চিত করা হোক।’

তিনি বলেন, ‘বারবার বলার পরও সরকারের নির্বাক প্রতিমূর্তি প্রমাণ করে যে, অন্যকিছু নয়, নির্দোষ দেশনেত্রী খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে শুধু কষ্ট দেয়ার জন্য।’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/জেডএ/আরআইপি

আরও পড়ুন