ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার স্বাস্থ্য নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে : হাছান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দলটির নেতারা নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

রোববার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ২৯ এপ্রিল স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন অভিযোগ করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যেভাবে রাজনীতি শুরু করেছেন তা অত্যন্ত দুঃখজনক।

১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ের সময় তৎকালীন সরকার নির্লিপ্ত ছিলেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা।

তিনি বলেন, প্রকৃতির সঙ্গে লড়াই করা যায় না। কিন্তু টিকে থাকতে কিছু পূর্বপ্রস্তুতি গ্রহণ করা যায়। কিন্তু তৎকালীন সরকারের যেমনটা পূর্বপ্রস্তুতি নেয়ার কথা ছিল, তেমনটা পূর্বপ্রস্তুতি তাদের ছিলে না বলেই এতে ক্ষয়-ক্ষতি সেদিন হয়েছিল।

হাছান মাহমুদ বলেন, ৯১' এর ঘূর্ণিঝড়ের পর কিছুদিন আগে আইলা এবং সিডর হয়েছিল। যেগুলোর বেগ অনেকটা ৯১' এর ঘূর্ণিঝড়ের সমপরিমাণ না হলেও কাছাকাছি ছিল। কিন্তু বাংলাদেশ সরকারের আগাম ব্যবস্থা গ্রহণের কারণে আইলা এবং সিডরে তেমন ক্ষয়-ক্ষতি হয়নি।

সংগঠনের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, অধ্যাপক ড. আনসারুল করিম, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম আমীন প্রমুখ।

এইউএ/বিএ/আরআইপি

আরও পড়ুন