ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

পুঁজিবাদের পতন অনিবার্য

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২১ এপ্রিল ২০১৮

ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেছেন, পুঁজিবাদের পতন অনিবার্য হয়ে উঠেছে। সঙ্কট থেকে পুঁজিবাদ মুক্তি পাবে না। পুঁজিবাদের বর্তমান সঙ্কটকালে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার লেনিন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছেন।

শনিবার বিবৃতিতে নেতারা এ কথা বলেন। বিবৃতিতে আরও বলা হয়, শুধু রাশিয়ার বুকে নয়, গোটা দুনিয়ার প্রতিটি মুক্তিকামী মানুষের মনে সমাজ পরিবর্তনের স্বপ্নের বীজ বুনে দিয়েছিলেন লেনিন। সারাবিশ্বের শোষিত, নিপীড়িত, মুক্তিকামী মানুষের সামনে লেনিন যে অসামান্য নজির তুলে ধরেছিলেন, তা চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে।

দুনিয়ার শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তির লড়াইয়ে কমরেড লেনিন যে শিক্ষা রেখে গেছেন, তা চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে।

শ্রমিক-শ্রেণির লড়াইয়ে তথা মানবমুক্তির সংগ্রামে কমরেড লেনিন চিরভাস্বর হয়ে থাকবেন।

তারা বলেন, লেনিনের জন্মদিন গোটা বিশ্বে শোষণমুক্তির সংগ্রামে নতুনভাবে প্রেরণা আনে, নতুন গতির সঞ্চার করে। লেনিনকে স্মরণ করে মুক্তিকামী মানুষ লড়াইয়ের নতুন প্রেরণা পায়, নতুন করে শপথ গ্রহণ করে। কারণ, যে কোনো সঙ্কটে মুক্তিকামী মানুষকে ছুটে যেতে হয় আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের নেতা কমরেড লেনিনের কাছে।

এফএইচএস/এমআরএম/জেআইএম

আরও পড়ুন