খালেদার উপলব্ধি নির্বাচন ছাড়া উপায় নেই : তোফায়েল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাম্প্রতি বক্তব্যের প্রসঙ্গ টেনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তিনি (খালেদা) উপলব্ধি করতে পেরেছেন যে নির্বাচন ছাড়া কোন উপায় নেই।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ন্যাপের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এই আলোচনা সভার আয়োজন করেছিল।
তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া আপনি নির্বাচন নিয়ে যেমনটাই বক্তব্য দেন মনে রাখবেন তত্ত্বাবধায় সরকার আর কোন দিনই ফিরে আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালের নির্বাচনে আসতে হবে, যদি নির্বাচনে যেতে চান।
এখন খালেদার উপলব্ধি হয়েছে যে জঙ্গিবাদ-নাশকতা দিয়ে বিজয় আসে না উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে সামরিক শাসন আসতো। থাইল্যান্ডে যেমনটা হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে তবে জনজীবনের সংকট মোকাবেলা এবং দুর্নীতি ও রাজনৈতিক অনাচার দূর করতে না পারলে তা অর্থহীন হয়ে পড়বে।
খালেদা জিয়ার উদ্দশ্যে তিনি বলেন, ভুলের মাশুল দিতে চাইলে আপনাকে গণতন্ত্রে ফিরতে হবে। সেই জন্য ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িকতা ছাড়তে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়া, ন্যাপ সাধারণ সম্পাদক এনামুল হক, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ।
এএসএস/আরএস/আরআইপি