ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জনতার আন্দোলনের সীমাবদ্ধতা নেই : মওদুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৬ এপ্রিল ২০১৮

‘বিএনপির আন্দোলনের সামর্থ্য নেই’ রাজনৈতিক মহলে এমন গুঞ্জন থাকলেও দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থাায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘আইনি লড়াইয়ের সীমাবদ্ধতা আছে, কিন্তু জনতার আন্দোলনের কোনো সীমাবদ্ধতা নাই। সে জন্য বিএনপি নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার দাবিতে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ছাত্র ও যুব ফোরাম এ সভার আয়োজন করে।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে শঙ্কা প্রকাশ করে মওদুদ বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তার স্বাস্থ্য ভালো নয়, শারীরিকভাবে সুস্থ নয়। সে জন্য তাকে (খালেদা জিয়া) আদালতে হাজির করা যাচ্ছে না। এর অর্থ কী? এটা হলো ষড়যন্ত্রের অংশ, শারীরিকভাবে আরও দুর্বল করা।’

তিনি বলেন, ‘আজকে বেগম জিয়ার স্বাস্থ্যের কোনো রকম অবনতি ঘটে তাহলে এর সম্পূর্ণ দায়িত্ব এ সরকারকে নিতে হবে এবং বাংলাদেশের মানুষ এ সরকারকে ক্ষমা করবে না। আমরা চাই না, বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটুক।’

মওদুদ বলেন, ‘বেগম জিয়ার চিকিৎসক ছাড়া মেডিকেল বোর্ড গঠন করা লোক দেখানো। জেল কোডে যা আছে সে অনুযায়ী চিকিৎসার সুযোগ দিতে হবে। গত এক যুগ ধরে যারা বেগম জিয়ার চিকিৎসা করেছেন তাদের দিয়ে কারাগারে চিকিৎসা করার ব্যবস্থা করতে হবে।’

সংসদের বাইরে থাকা সরকার বিরোধী এ নেতা বলেন, ‘আমরা আইনি লড়াই করব, সাথে সাথে রাজ পথেও থাকব। আইনি লড়াইয়ের সীমাবদ্ধতা আছে, কিন্তু জনতার আন্দোলনের কোনো সীমাবদ্ধতা নাই। সে জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সময় একদিকে আছে, অন্য দিকে বলতে হয় সময় অনেক কম। সরকারের সময় যেমন কম আমাদের সময়ও কম। সে জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।’

তিনি বলেন, ‘এ আন্দোলন, হঠাৎ করে কঠোর আন্দোলন দেয়া যায় না। আমাদের ইতিহাস পড়লে দেখব, ধীরে ধীরে আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে যায়। আমাদেরকেও এ আন্দোলন ধীরে ধীরে এমন একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। সরকার তখন বাধ্য হবে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে এবং নির্দলীয় সরকার গঠনের মাধ্যমে দেশের সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করবে। এর কোন বিকল্প নাই। সরকার যদি সমঝোতায় না আসে এর একমাত্র উত্তর রাজ পথ দেবে।’

আয়োজক সংগঠনের সমন্বয়ক ওমর ফারুক ডালিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, মিরপুর থানা বিএনপির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/আরএস/পিআর

আরও পড়ুন