নির্বাচন পদ্ধতি নিয়ে খালেদার অবস্থান স্পষ্ট করতে হবে : সুরঞ্জিত
আগামী জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার রাজধানীর কাকরাইলস্থ আইডিবি ভবনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। চলমান রাজনীতি ওপর বঙ্গবন্ধু একাডেমি নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
সুরঞ্জিত বলেন, নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি নেত্রী যে দাবি করে আসছিল সেখান তিনি সরে এসে কথা বলতে চাইছেন। তার শুভবুদ্ধির উদয় হয়েছে, যা রাজনীতির জন্য ইতিবাচক।কিন্তু সবার আগে নির্বাচন পদ্ধতি নিয়ে তার অবস্থান পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই পদ্ধতিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে খালেদা জিয়াকে সংবিধানের ষোড়শ সংশোধনীও মানতে হবে। ষোড়শ সংশোধনীতে অংশ না নিয়ে যে ভুল করেছে তার মাসুলও বিএনপিকে দিতে হবে।
সাবেক এ মন্ত্রী আরো বলেন, জ্বালাও-পোড়াও আর মানুষ হত্যা করে খালেদা জিয়া আজ ঘরমুখো রাজনীতি করছে। রাজনীতির নামে এই অন্যয়ের দায়ও খালেদা জিয়াকে নিতে হবে।
ছাত্রলীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের মাধ্যমে ছাত্রলীগ তাদের নেতা নির্বাচন করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তাতে দেশের গণতান্ত্রিক ধারাকে আরও বেগবান করবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম বলেন, বিএনপি আগাম নির্বাচনের দাবি যে আন্দোলন করেছিল, তা সম্পূর্ণভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে। আগাম নির্বাচনের কোনো প্রশ্ন-ই আসে না বলে মন্তব্য করেন সাংসদ হাজী সেলিম।
বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা ডা. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন, সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য হারুন- অর রশিদ, বঙ্গবন্ধু একাডেমির সহ-সভাপতি লায়ন চিত্ত রঞ্জন দাস প্রমুখ।
এএসএস/এএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো