ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নির্বাচনকে বাঁচামরার হুমকি হিসেবে নিচ্ছে সরকার : নোমান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস সরকার স্থায়ী করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘দুর্নীতির তদন্ত করা নয়, রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতেই কাজ করছে দুদক।’

দুপুরে জাতীয় প্রেস ক্লাবে যুব সমাবেশে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ও অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে যুব সমাবেশে’ নোমান আরও বলেন, ‘আজকে কথা বলার অধিকার নাই, কোর্টে বিচার নাই। এ দেশের জনগণ বেগম জিয়াকে শুধু বিএনপি নেত্রী মনে করে না, তারা মনে করে গণতন্ত্রের নেত্রী, অধিকারের নেত্রী, জনগণ বেগম জিয়ার দিকে চেয়ে আছে বেগম জিয়াকে জনগণ একদিন মুক্ত করে বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী বানাবে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। তিনি আজ অসুস্থ, তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ সরকার দেবে বলে মনে করছি। এই সরকারের কোনো আনুকূল্য আমরা চাই না। ’

নোমান বলেন, ‘বিশদলীয় জোট নেতারা বক্তব্যে বলেন, আজকে আওয়ামী লীগ ভয়ে আছে, ভয় থেকেই তারা দিশাহারা হয়ে একের পর এক মামলা দিচ্ছে দুদক দিয়ে কল্প-কাহিনি সাজাচ্ছে। সরকার আগামী নির্বাচনকে বাঁচামরার হুমকি হিসেবে নিচ্ছে, সরকার যেভাবে হোক ক্ষমতায় থাকতে চায়, এটা করতেই সরকার এক একটা পাপ ঢাকতে নতুন নতুন পাপ করছে। আওয়ামী লীগ ও সরকারকে মনে রাখতে হবে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে না হলে তাদের শেষ রক্ষা হবে না। জনগণ সরকারের লাগাম টেনে ধরবে একদিন।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় নেতা এম এ বাশারের সভাপতিত্বে মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।

কেএইচ/জেডএ/জেআইএম

আরও পড়ুন