খালেদার মুক্তির দিনই হবে সরকারের শেষ দিন : শাহজাহান
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘জনগণ জেগে উঠেছে। তাদের সমন্বিত আন্দোলনেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে সরকার। আর ওইদিনই (খালেদার মুক্তির দিন) হবে সরকারের শেষ দিন। তাদের পতন হবে।’
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘জাতীয়তাবাদী হেল্প সেল’ আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি বলে তিনি আপসহীন নেত্রী। আর এই জন্যই তার ভয়ে ভীত হয়ে বর্তমান অবৈধ সরকার মিথ্যা ও প্রহসনের মামলায় তাকে কারান্তরীণ করে রেখেছে।’
ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভায় মোহাম্মদ শাহজাহান বলেন, ‘এখন রাষ্ট্র পরিচালনা করছে একটি ফ্যাসিবাদী সরকার। তাদের মোকাবেলার জন্য অন্যদেরকেও একই পন্থা অবলম্বন করতে হয়। কিন্তু বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই তাদের মোকাবেলাটাও কঠিন। এর জন্য কাজ করতে হবে, বুকে সাহস রাখতে হবে। হৃদয়ের আগুনকে প্রজ্জ্বলিত করতে হবে। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। কান্না নয়, হৃদয়ের আগুন দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে হটাতে হবে। ’
সভায় দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের মধ্যে সাতটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠন প্রতিষ্ঠার পর থেকে নিজস্ব অর্থায়নে সারা দেশে ক্ষতিগ্রস্ত ১১৩টি পরিবারকে ৫৫ লাখ ৮৯ হাজার টাকা অনুদান হিসেবে দেয়া হয়েছে। এছাড়া কারাগারে আটক নেতাকর্মীদের জন্য ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন তারা।
ছাত্রদলের সহ-সভাপতি ও জাতীয়তাবাদী হেল্প সেলের সদস্য নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সমাজসেবকবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।
কেএইচ/জেডএ/এমএস