বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল : হাছান
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দুর্নীতি ও সন্ত্রাসের অন্যতম পৃষ্ঠপোষক। দলীয় গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে দিয়ে দলটি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।
তিনি বলেন, বিএনপি শুধু দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক করে না, তারা স্বাধীনতাবিরোধী ও জঙ্গিবাদেরও পৃষ্ঠপোষকতা করছে। বিএনপির অপরাজনীতির কারণে জনগণ এখন তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
শুক্রবার কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বঙ্গবন্ধু ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি এ কে এম আব্দুল মোতালেব, আইডিইবি ঢাকা জেলা শাখার সভাপতি মো. খবির হোসেন এবং ডিপিডিসি সিবিএ’র সভাপতি ও শ্রমিক লীগের দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন।
হাছান বলেন, এতিমের টাকা আত্মসাতের দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতের রায়ে দন্ডিত হয়ে কারাগারে আছেন। অতীতে তিনি জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন। বিভিন্ন দেশে তাদের সম্পদের তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ও বিদেশে পলাতক আসামিকে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে তারা আবারও প্রমাণ করেছে দলটি দুর্নীতিবাজদের সংগঠন।
বিশেষ অতিথি শামসুল হক টুকু বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের জন্য অগ্নিপরীক্ষা। এ নির্বাচনে যে কোনো মূল্যে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে হবে। তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অর্জনসমূহ জনগণের কাছে তুলে ধরার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান।
এফএইচএস/জেএইচ/পিআর