ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নজরুল ইন, ফখরুল আউট!

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৫ পিএম, ২৪ মার্চ ২০১৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে ২০ দলীয় জোটের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জোটের সমন্বয়কারী পরিবর্তনের সিদ্ধান্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

বৈঠকে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়কারী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া নজরুল ইসলাম খান। তার কাছে মুঠোফোনে বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ‘জানানোর মতো কিছু হলে আমরা প্রেস রিলিজ দেব।’ জোটের সমন্বয়কারী পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘মিটিং কো-অর্ডিনেট করব।’

খালেদা জিয়া ছাড়া ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা আজ দ্বিতীয় বারের মত বৈঠক করলেন। চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর এর আগে একবার একই জায়গায় বৈঠক করেন জোট নেতারা।

বৈঠক সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তি দাবির আন্দোলনে ২০ দলীয় জোটকে সক্রিয় করতে জোটের সমন্বয়কারী পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে বিএনপির শরিক নেতাদের কারো কারো মধ্যে চাপা অভিমানও ছিল। একটা বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করার কারণে তিনি শরিক দলগুলোর নেতাদের প্রত্যাশিত সময় দিতে পারতেন না। বিএনপি চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর বিএনপি মহাসচিবের দায়িত্ব ও ব্যস্ততা আরো বেড়ে গেছে। তাই জোটকে গতিশীল করতে সমন্বয়কারী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তনে নজরুল ইসলাম খানকে দায়িত্ব দেয়া হয়েছে।

খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপির শরিক নেতারাও কর্মসূচি দেয়ার চিন্তা করছে। বিএনপির চলমান কর্মসূচি মধ্যে যেসব দিন ফাঁকা রয়েছে সেইসব দিনে ২০ দলীয় জোটের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি পালনের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, জাতীয় পার্টির (জেপি) মোস্তফা জামাল হায়দার, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খেলাফত মজলিসের মাওলানা ইসহাক, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লৎফুর রহমান, ইসলামী ঐক্যে জোটের আব্দুর রকিব, লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, অন্য অংশ এমদাদুল হক, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের চেয়ারম্যান মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল, জমিয়তে ওলামা ইসলামের মহিউদ্দিন ইকরাম, শাহিনুর পাশা, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মঞ্জুর হোসেন ঈসা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

কেএইচ/এসএইচএস/আরআইপি

আরও পড়ুন