ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সোহরাওয়ার্দীতে সমাবেশ শুরু, মঞ্চে এরশাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৪ মার্চ ২০১৮

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সকালে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হয় সমাবেশ। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই সভামঞ্চে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সমাবেশে অংশ নিতে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে আসতে থাকেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। সম্মিলিত জোটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদেরও এই সমাবেশে যোগ দিতে দেখা গেছে।

এ সময় তারা নির্বাচনী বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এরই মধ্যে উদ্যানের উল্লেখযোগ্য অংশ কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে।

এর আগে পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, আব্দুস সাত্তার, বিরোধী দলের চিফ হুইফ তাজুল ইসলামসহ পার্টির নেতাকর্মীরা মঞ্চে আসেন।

এইউএ/এফএইচ/বিএ/এমএস

আরও পড়ুন