ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মিথ্যা জম্মদিন পালন না করায় খালেদার প্রতি মায়ার আহ্বান

প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৫ জুলাই ২০১৫

সুস্থ রাজনীতির স্বার্থে জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) মিথ্যা জম্মদিন পালন না করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের সকল কর্মসূচী সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের জরুরী এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

তিনি বলেন, বিএনপি তাদের ভুল সংশোধন করে সঠিক রাজনীতিতে ফিরে এসেছে। যা দেশের রাজনীতির জন্য খুবই ইতিবাচক। বিএনপি তাদের সুস্থধারার রাজনীতি অব্যাহত রাখার লক্ষ্যে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বেগম খালেদা জিয়ার মিথ্যা জম্মদিন পালন করবে না বলে প্রত্যাশা করা হচ্ছে। তা হলে দেশের রাজনীতিতে একটি বড় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মায়া বলেন, জাতীয় শোক দিবসে মিথ্যা জম্মদিন পালন না করার জন্য আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ জানাই।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী এ বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পিতাকে যেভাবে সম্মান করা হয় আমাদের দেশেও সেভাবে সকল রাজনৈতিক দল এবং শ্রেণি-পেশার মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানাবেন-এটাই প্রত্যশিত।

তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপি তাদের ভুল সংশোধন করে শোকের মাস আগস্টে তাদের আগের চরিত্র ধারণ করবে না। আমরা আশা করি, দেশের গণতন্ত্রের স্বার্থে বিএনপি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবে।

সভার শুরুতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ঢাকা মহানগর আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উপলক্ষে দীর্ঘ ৪০ দিনের কর্মসূচী ঘোষণা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ।

আরএস/আরআই