ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে ছাত্রলীগ ওতোপ্রোতভাবে জড়িত : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:০৭ এএম, ২৫ জুলাই ২০১৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এদেশের ইতিহাস, ঐতিহ্য-সংগ্রামের সঙ্গে ছাত্রলীগের নাম ওতোপ্রোতভাবে জড়িত এবং এ দায়িত্ব নিয়েই ছাত্রলীগকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম সম্মেলনে তিনি এ কথা বলেন।

ছাত্রলীগের সাবেক এই সভাপতি আরো বলেন, ২০০৫ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের হাতে হাতকড়া পড়িয়ে মুক্তিযোদ্ধ বিরোধীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় এবং রাজনৈতিক কাঠামোকে ভেঙ্গে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াও মুক্তিযোদ্ধ চেতনা বিরোধী রাজনীতি করছেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দীকী নাজমুল আলমের পরিচালনায় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এএসএস/আরএস/এমআরআই