ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সোহরাওয়ার্দীতে এখনও জনসভার অনুমতি পায়নি বিএনপি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৯ মার্চ ২০১৮

কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১২ মার্চ (সোমবার) সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি। সভার অনুমতি প্রসঙ্গে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সাথে সাক্ষাৎ করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। তবে এখনও জনসভার অনুমতি পায়নি বিএনপি।

জনসভার অনুমতি প্রসঙ্গে গতকাল (বৃহস্পতিবার) সকালে ডিএমপি কার্যালয়ে গিয়েছিল বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির চেয়ারপারসনের দুই উপদেষ্টা আতাউর রহমান ঢালী ও আব্দুস সালাম এবং সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

আব্দুস সালাম আজাদ জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার করার অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। কমিশনারের সাথে বিস্তারিত কথা হয়েছে। তিনি আমাদেরকে বলেছেন, আবেদনের বিষয়টি পুলিশের গোয়েন্দা দফতরে দেয়া হয়েছে। তারা জনসভার কিয়ারেন্স দিলে ডিএমপি পরবর্তী ব্যবস্থা নেবে।

আরএস/এমএস

আরও পড়ুন