ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

পাকিস্তানের দালালদেরও বিদায় জানাতে হবে : ইনু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৭ মার্চ ২০১৮

তথ্যমন্ত্রী ও জাসদ (একাংশ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশকে স্বাধীনতার পথে রাখতে ৭ মার্চ বঙ্গবন্ধু যেমন পাকিস্তানকে বিদায় করেছিলেন, তেমনি পাকিস্তানের ‘প্রক্সি’ দালালদেরও আজ বিদায় জানাতে হবে।

বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আয়োজিত রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

ইনু বলেন, পাকিস্তানের সঙ্গে যেমন মিটমাট সম্ভব হয়নি, তেমনি পাকিস্তানের প্রক্সি-দালালচক্র বিএনপি-খালেদার সঙ্গেও মিটমাটের অজুহাতে কোনো আপোষ সম্ভব নয়। তখন যাদের পাকিস্তান প্রীতি ছিল, তারা বোঝেনি যে, পাকিস্তান সবসময়েই চক্রান্তকারী ও বাংলাদেশ অস্বীকারকারী। ঠিক তেমনই এখন যাদের বিএনপি প্রীতি রয়েছে, তারা মিটমাটের কথা বলেন, কিন্তু জানে না, বিএনপি আসলে পাকিস্তানেরই প্রক্সি, রাজাকারী ছাড়েনি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সব চক্রান্ত নস্যাৎ করে দেশকে নিজের পথে নিতে ৭ মার্চ মঞ্চে দাঁড়িয়েছিলেন। এ ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে তিনি কার্যত দেশের কর্তৃত্ব গ্রহণ এবং নিরস্ত্র জনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন। জাতিসংঘের স্বীকৃতির মাধ্যমে একটি জাতির জন্য দেয়া পথ নির্দেশ আজ বিশ্বের সামনে অনন্য উদাহরণ।

মন্ত্রী বলেন, বাংলা ভাষার বিরুদ্ধে ’৫২ তে পাকিস্তানের চক্রান্ত, ’৫৪-এর নির্বাচনে বিজয়ী যুক্তফ্রন্টের সরকার ভেঙে দেয়া, ’৬৬-এর ছয়দফা আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলা ও ’৭০-এর নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগকে সরকার গঠন করতে না দেয়া-এ চার চক্রান্তের কালো থাবা থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে ৭ মার্চ বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন-‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।’

ইনু বলেন, বঙ্গবন্ধু বুঝেছিলেন পাকিস্তানের সঙ্গে নির্বাচন-গণতন্ত্র-সংসদ এসব কথা বলে লাভ নেই। আজ বুঝতে হবে, তাদের প্রক্সিদের সঙ্গেও মিটমাটের সুযোগ নেই, কারণ তারাও দেশের বিরুদ্ধে ক্রমাগত চক্রান্তকারী।

এইউএ/এএইচ/জেআইএম

আরও পড়ুন