ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আদালতে খালেদা জিয়া

প্রকাশিত: ০৪:২৩ এএম, ২৩ জুলাই ২০১৫

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালতে পৌছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে সকাল ১০টা ১২ মিনিটের দিকে তিনি হাজির হন।

মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদকে খালেদা জিয়ার প্রধান আইনজীবি অ্যাডভোকেট খন্দকার মাহবুবু হোসেন জেরা করবেন। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা মুলতবি করার জন্য খালেদার পক্ষে একটি আবেদন করা হয়েছে বলেও তার আইনজীবিরা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ জুন একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও হারুন অর রশিদকে জেরার দিন ধার্য ছিল। তবে হাইকোর্টে ওই সাক্ষীর সাক্ষ্য বাতিল ও নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য করা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য কার্যক্রম মুলতবির আবেদন জানান খন্দকার মাহবুব। পরে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত ২৩ জুলাই পরবর্তী দিন ধার্য করেন। ১৮ জুন এ দুই মামলায় হাজিরা দিতে খালেদা জিয়া আদালতে গিয়েছিলেন।

# আদালতের পথে খালেদা

এমএম/এএইচ/পিআর