রাতে আইনজীবীদের সঙ্গে খালেদার বৈঠক
আইনজীবীদের সঙ্গে বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে অবস্থিত খালেদা জিয়ার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান জানিয়েছেন, বুধবার রাতে খালেদা জিয়া নিজ কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আদালতে যাওয়ার বিষয়টি চূড়ান্ত করবেন।
এদিকে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। বৃহস্পতিবার তার আদালতে উপস্থিত থাকার সম্ভাবনা আছে।
উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালত-৩ দুই দুর্নীতি মামলার শুনানি ২৩ জুলাই পর্যন্ত স্থগিত করেন।
২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনকে অভিযুক্ত করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক।
এমএম/বিএ/এমআরআই