ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আ.লীগের সঙ্গে কোনো আপস নয় : জামায়াত

প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৪

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো আপসের প্রশ্নই ওঠে না বলে দাবি করেছেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার বিকালে জামালপুর জেলা স্কুল মাঠে ২০ দলের সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াত নাকি আওয়ামী লীগের সঙ্গে আপোস করেছে। এই জালিম-অবৈধ সরকারের সঙ্গে জামায়াতের কোনো আপোসের প্রশ্নই ওঠে না। যারা আল্লাহর বিধানকে বাদ দিতে পারে, তাদের সঙ্গে জামায়াত কোনো আপস করতে পারে না।

জামায়াত নেতা বলেন, অনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংসদে যে বিল পাস হয়েছে, তাও অবৈধ বিবেচিত হবে। যারা সংসদে প্রতিনিধিত্ব করছেন, তারা জনগণের প্রতিনিধি নন। এরা চোর-ডাকাত। এখন সময় এসেছে, এই চোর-ডাকাতদের ক্ষমতা থেকে তাড়ানোর।

আওয়ামী লীগকে ‘জালিম’ আখ্যা দিয়ে মুজিবুর রহমান বলেন, এই জালিম সরকারের বিরুদ্ধে সব মুসলমানকে জিহাদ করতে হবে।