বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠকে বসছে বিএনপি
বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে বসছেন দলটির শীর্ষ নেতারা। আজ (শনিবার) বাদ মাগরিব বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর গুলশানে বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে প্রায় নিয়মিত বৈঠক করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে।
এমএম/এমএমজেড/আরআইপি