ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

২২ ফেব্রুয়ারি সমাবেশ করতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীতে সমাবেশ করতে চায় বিএনপি। এ বিষয়ে সোহরাওয়ার্দী উদ্যান অন্যথায় নয়পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চাইবে দলটি।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, আমাদের দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাই। এটার অনুমতির জন্য আমরা ডিএমপিতে চিঠি দেব। আশা করি তারা আমাদেরকে অনুমতি দেবে। অন্যথায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করব।

সংবাদ সম্মেলনে এ সময় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, নিপুন রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) খালেদা জিয়া মুক্তির দাবিতে তিনদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি সমাবেশ করার কথাও জানান। ফখরুল বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশের অনুমতি চাইব। আশা করি, কর্তৃপক্ষ অনুমতি দেবেন। আমরা বসে তারিখ নির্ধারণ করব।

এমএম/আরএস/এমএস

আরও পড়ুন