ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কুমিল্লায় নাশকতার তিন মামলায় খালেদাকে গ্রেফতার দেখানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কুমিল্লায় নাশকতার আরও তিন মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। ওই তিন মামলার গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা ডিবি পুলিশের ইন্সপেক্টর ফিরোজ।

তবে গুলশান থানার ওসি আবু বকর সোমবার দুপুরে জাগো নিউজকে বলেন, গ্রেফতারি পরোয়ানা এখনও থানায় এসে পৌঁছায় নি। গ্রেফতারি পরোয়ানা পেলে ব্যবস্থা নেয়া হবে।

বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী নৈশকোচে দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় ৮ যাত্রী পুড়িয়ে হত্যার ঘটনায় খালেদা জিয়া ও বিএনপির ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এছাড়া ওই সময়ে আরও দুটি নাশকতার মামলা করা হয়। ২০১৭ সালে ও চলতি বছরের জানুয়ারিতে খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন কুমিল্লার আদালত।

জেইউ/এআরএস/জেআইএম

আরও পড়ুন