বিএনপি নেতা আমান-আলম গ্রেফতার
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
বিএনপির একটি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকেই মহাখালী ডিওএইচএসে নাজিম উদ্দিন অালমের বাসা ঘিরে রেখেছিল র্যাব-১। সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানও ছিলেন। রাত সোয়া ৯টার দিকে র্যাব নিয়ে যায় তাদের।
র্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার বিন কাসেম জাগো নিউজকে বলেন, হাইকোর্ট এলকায় পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দিন আলমকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দিন আলমকে র্যাব নিয়ে গেছে।
এমএম/জেইউ/জেডএ/এআরএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো