ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

এ সরকারের শেষ রক্ষা হবে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮

আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয় উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিপীড়ন করে কোনো স্বৈরশাসকের শেষ রক্ষা হয়নি, এ সরকারেরও হবে না।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন, ‘জনগণের কাছে প্রমাণ হয়ে গেছে সরকার পরিকল্পিতভাবে ভিন্ন কৌশলে আরেকটি বিতর্কিত নির্বাচনের দিকে এগুচ্ছে। কারণ ভোটারবিহীন সরকার ক্ষমতার মগডালে বসে থাকার মজাটা পাচ্ছে, তাই তারা নাছোড়বান্দার মতো ক্ষমতা ধরে রাখতে আগ্রহী। সেজন্যই একতরফা ভোটের ফলাফল ঘোষণা প্রধানমন্ত্রীর অভিপ্রায় বলেই নির্বাচনী ঘর অগোছালো রেখেই আবারো ৫ জানুয়ারির মতো নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে।’

বিএনপির এই নেতা বলেন, জাতির সামনে সরকারের উদ্দেশ্য পরিস্কার। বিএনপিসহ বিরোধীদল নিধনে যে দমন নিপীড়ন চলছে এ নিয়ে দেশ-বিদেশে সরকারের বিরুদ্ধে ধিক্কার উঠেছে। অন্তহীন ক্ষমতালিপ্সার কারণেই জনগণের বদলে বন্দুকের ওপরেই আস্থা বেশি সরকারের। সেজন্য জনগণের ব্যাপক অংশের প্রতিনিধি বিএনপিকে নিপীড়ন-নির্যাতনে ক্ষত-বিক্ষত করে হয়রানির জালে আটকে রেখে নিজেদের পছন্দের নির্বাচন করতে চায়।

দেশ বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে জাতীয়তাবাদী শক্তিসহ সকল গণতান্ত্রিক শক্তিকে সরকারের সকল অশুভ পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

এমএম/এমবিআর/এমএস

আরও পড়ুন