ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপি নেতা হেলালসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ছয়জনকে আটক করেছে ডিবি পুলিশ। তাকে আটকের কথা জানিয়েছে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না।

তিনি বলেন, বুধবার রাত ৮টার দিকে রাজধানীর মগবাজারের তার বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ছাত্রদলের অন্তত পাঁচজন নেতাকে আটক করা হয়। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে, তারা হলেন- মোহন, পার্থ, বাবু, মাসুদ।

এর আগে মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে রাজধানীর গুলশান এলাকা থেকে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে তার শান্তিনগরের বাসা থেকে আটক করা হয়।

বিএনপি অভিযোগ করেছে, দলটির শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সরকার পরিস্থিতি অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে বলেও দলটির পক্ষ থেকে অভিযোগ এসেছে।

এমএম/জেডএ/এমএস

আরও পড়ুন