ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মনোনয়নপত্র নিলেন জোনায়েদ সাকি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮

বিকল্প নাগরিক জোটের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখ্তার, সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ ফিরোজ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র নেয়ার পর এক প্রতিক্রিয়ায় জোনায়েদ সাকি বলেন, দেশের প্রচলিত রাজনীতির সংঘাত এবং বড় দুই দল ও জোটের দ্বন্দ্বের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়ন নিয়েছি। আমার দল গণসংহতি আন্দোলন আমাকে সমর্থন করেছে। অন্যদিকে সিপিবি-বাসদ, গণতান্ত্রিক বাম মোর্চাও আমাকে সমর্থনের কথা জানিয়েছে।

এএসএস/ওআর/আরআইপি

আরও পড়ুন