ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ডিএনসিসির উপ-নির্বাচন : প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে খালেদা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাত ৯টা ৪০ মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

খালেদা জিয়ার সভাপতিত্ব বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত রয়েছেন।

বৈঠকে আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসসির উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে স্থায়ী কমিটির সদস্যদের মতামত জানতে চাইবেন খালেদা জিয়া। খালেদা পছন্দের প্রার্থীই ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে সরকার সমর্থিত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া, সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য, বকশীবাজারে চলমান দুটি মামলা, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দাবি আদায়ে ভবিষ্যৎ কর্মসূচি-সংক্রান্ত বিষয়ে আলাপ-আলোচনা করা হবে বলে জানা গেছে।

এমএম/জেএইচ/জেআইএম

আরও পড়ুন