রাজধানীতে ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা
রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য এ শোভাযাত্রা বের করা হয়।
শনিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে অপরাজেয় বাংলায় শোভাযাত্রাটির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জনদুর্ভোগের কথা চিন্তা করে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ছুটির দিনে করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।
শোভাযাত্রায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ইউনিটের নেতারা।
শোভাযাত্রাটি মৎস্য ভবন, কাকরাইল, বিজয় নগর, পল্টন, জিরো পয়েন্ট হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হবে। এতে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
এমএইচ/এআরএস/এমএস